জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি প্রেসিডেন্টের
প্রকাশিতঃ 4:58 pm | June 16, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৬ জুন) পৃথকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রত্যেক শহীদের রক্তের বদলে শত শত মানুষ সেই পতাকা বহন করবে। ইরান আগ্রাসী নয়, আমাদের দেশের প্রতিটি নাগরিককে হাতে-হাত রেখে এ হামলার মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও সরবো না। ন্যায়বিচার দাবি করা আমাদের জনগণের অধিকার।
অন্যদিকে, তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু কথা নয়, কাজের সময়। নিরাপত্তা পরিষদকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বসতবাড়ি ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে—যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।
বাঘাই আরও বলেন, এই সংঘাতের সূচনা করেছে ইহুদিবাদী শত্রুরা। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে নিরীহ নাগরিকদের প্রাণ নিয়েছে। শিকার ও শিকারিকে এক কাতারে ফেলা চলবে না। দ্বৈত নীতি আর বরদাশত করা হবে না।
সূত্র: আল-জাজিরা
কালের আলো/এএএন