ইসরায়েলি শহর হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫
প্রকাশিতঃ 8:41 am | June 15, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
শনিবার (১৪ জুন) রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে।
এতে পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানায় চিকিৎসা সংস্থাগুলো।
রাত ১১টার কিছু পরেই হামলার সতর্কতা হিসেবে হোম ফ্রন্ট কমান্ড মোবাইল ফোনে অ্যালার্ট পাঠাতে শুরু করে, এবং বেশিরভাগ মানুষ তখন আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
তবে সাইরেন মূলত ইসরায়েলের উত্তর ও হাইফা এলাকায়ই বেজে ওঠে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে।
একটি ক্ষেপণাস্ত্র তামরার একটি দুইতলা বাড়িতে সরাসরি আঘাত হানে, এতে পাঁচজন প্রাণ হারান এবং আরও পাঁচজন আহত হন।
তামরার বাসিন্দারা আগেই বোমা আশ্রয়কেন্দ্রের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
কালের আলো/এমডিএইচ