ইরানের বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ২০ জেষ্ঠ কমান্ডার নিহত

প্রকাশিতঃ 8:08 pm | June 13, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) বিমানবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ শুক্রবার বিকেলে তেহরানে আইআরজিসির একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে জেষ্ঠ্য কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। বৈঠকের বিষয়বস্তু ছিল ইসরায়েলে পাল্টা হামলা চালানো কৌশল নির্ধারণ।

বৈঠক শুরুর কিছুক্ষণ পর কমান্ড সেন্টারটি লক্ষ্য করে বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের যুদ্ধ বিমান। এতে আমির আলী হাজিজাদেহসহ ২০ জন জ্যেষ্ঠ কমান্ডার ঘটনস্থলেই নিহত হন।

নিহত কমান্ডারদের মধ্যে আইআরজিসি’র ড্রোন ইউনিট এবং এয়ার ডিফেন্স ইউনিটের প্রধানও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে।

তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী।

ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স লিখেছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল

কালের আলো/এসএকে