খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪
প্রকাশিতঃ 2:37 pm | June 09, 2025

খুলনা প্রতিবেদক, কালের আলো:
খুলনার লবণচরা থানার দারোগার ভিটা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে একটি আম ভর্তি ট্রাক ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রূপসা সেতুর কিছু আগে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়।
ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজীম (১২) নিহত হন। রফিকুল লবণচরা এলাকার মোক্তার হোসেন সড়কের বাসিন্দা এবং তানজীম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্বাণী দুর্গাপুর গ্রামের দুলাল পাটোয়ারির ছেলে। ইজিবাইকের যাত্রীরা সবাই চাঁদপুর জেলা থেকে খুলনায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।
ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালের আলো/এসএকে