বাজেট নিয়ে প্রতিক্রিয়া চাইলেন সাংবাদিকরা, যা বললেন নাহিদ

প্রকাশিতঃ 8:17 pm | June 02, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব আজ পেশ করা হয়েছে। বাজেট নিয়ে বরাবরই রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (৩ জুন) বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে এ কথা জানান দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সাংবাদিকরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।

কালের আলো/এমডিএইচ