‘ইউরোপে কাজে সুযোগ সৃষ্টি হয়েছে, জাপানও শ্রমিক নেবে ১ লাখ’

প্রকাশিতঃ 9:05 pm | May 31, 2025

টাঙ্গাইল প্রতিবেদক, কালের আলো:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এ সব কথা বলেন।

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘মালেশিয়ায় সবচেয়ে বেশি শ্রমিক নেবে বাংলাদেশ থেকে। সৌদি আরব ও জর্ডানের আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনে চেষ্টা চলছে।’

স্কিল ডেভোলপমেন্ট বিষয়ে তিনি বলেন, ‘দেশে প্রথম স্কিল ডেভোলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে।

ড. আসিফ নজরুল বলেন, ‘আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যত বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।’

তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভোলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।’

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘প্রবাসী কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটি হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবে তারাই।’

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য দেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

কালের আলো/এএএন