অলিম্পিয়াডগুলোতে সরকারি বরাদ্দ না থাকায় ক্ষোভ গণশিক্ষা উপদেষ্টার
প্রকাশিতঃ 7:44 pm | May 31, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:
অলিম্পিয়াডগুলোতে সরকারি বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, পৃথিবীতে মাত্র চারটা দেশে বায়োলজি অলিম্পিয়াডে সরকার সহযোগিতা করে না। তারমধ্যে বাংলাদেশ একটি। অথচ কতশত প্রজেক্টে কত কোটি টাকা নষ্ট করছি।
শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মিলনায়তনে জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত জীববিজ্ঞান উৎসব ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পৃথিবীতে যতগুলো দেশ বায়োলজি অলিম্পিয়াডে অংশ নেয় এরমধ্যে চারটা মাত্র দেশ যাদের সরকার কোনো সাহায্য করে না। এই চারটা দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমি সাধ্যমত বিভিন্ন মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করছি যে, আমাদের এটা উৎসাহিত করা দরকার।
তিনি বলেন, শুধু বায়োলজি নয় আরও অনেক অলিম্পিয়াড রয়েছে। ছাত্ররা নিজে টাকা দিয়ে এখানে অংশ নিচ্ছে। কিন্তু আমরা আমরা তাদের কিছু সাহায্য করতে পারছি না। আমাদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যখন প্রতিযোগীদের বাইরে পাঠাতে চাই কিন্তু বাইরে পাঠানোর খরচ কে আমাদের দেবে? আমরা ছাত্রদের থেকে টাকা নিতে বাধ্য হই।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, যে অলিম্পিয়াড আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদেরকে সাহায্য করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? কতশত প্রজেক্টে কতশত কোটি টাকা নষ্ট করছি কিন্তু আমরা যদি অলিম্পিয়াডকে ন্যূনতম বলতে পারি, বাইরে যখন যাবে আমরা তোমাদের টাকা দিয়ে দিব। তাহলে অলিম্পিয়াড চালানো যায়। আমরা অলিম্পিয়াড ছাড়াও বায়োটেক, সেমিনার আয়োজন, গবেষণা করতে পারি। কিন্তু মন দিতে পারি না। আমাদের মনোযোগ যায় টাকা কোথা হতে ম্যানেজ হবে। আমি এটা দায়িত্বে যারা রয়েছেন তাদের বিবেচনার অনুরোধ করব।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আমি কয়েকদিন হলো এখানে দায়িত্ব নিয়েছি। আমার পুরোপুরি এখনও সব বিষয়ে ধারণা হয়নি। তবে ন্যূনতম স্কোপ থাকে, তরুণ তরুণদের সহযোগিতা করার সুযোগ থাকে, যেটা আমার সিদ্ধান্তের সুযোগ রয়েছে। আমি সেটা কমিটমেন্ট দিচ্ছি।
তিনি বলেন, আমাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার কাজগুলো বেগবান করা আমাদের দায়িত্ব। যদি আমরা নিজেদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে অন্যদেরকে দোষ দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। এই ছাত্রদের জন্যই নতুন বাংলাদেশ সম্ভব হয়েছে। তাই আমাদের কাজ হলো এমন বাংলাদেশ গড়ে তোলা যাতে করে তরুণ প্রজন্মের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা যেন তৈরি করে দিতে পারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. ছগীর আহমেদ। উৎসবে সারা দেশের দশটি অঞ্চল থেকে ১২৩৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
কালের আলো/এসএকে