শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
প্রকাশিতঃ 7:15 pm | May 31, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৭ মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূল রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূলের ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
সংস্থাটি বলেছে, হোক্কাইডো দ্বীপের পূর্ব উপকূল এই ভূমিকম্পের ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর হোক্কাইডো দ্বীপে কয়েক দফায় আফটার শক অনুভূত হয়েছে। স্থানীয় সময় ২টা ১৯ মিনিটের দিকে এই দ্বীপে ৪ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এরপর পৌনে ৫টার দিকে ৩ দশমিক ৫ মাত্রার এবং ৫টা ৭ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে দ্বীপে।
জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়। অনেক আসবাবপত্র নির্ধারিত স্থান থেকে সরে যেতে পারে।
বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকা জাপানে প্রায় ভূমিকম্প আঘাত হানে। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে থাকে।
২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি। ওই সময় ভূমিকম্পের পর দেশটির বিশাল সুনামি আঘাত হানে।
সূত্র: রয়টার্স, এনএইচকে ওয়ার্ল্ড।
কালের আলো/এসএকে