নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর ১১৭২টি ঘর ক্ষতিগ্রস্ত

প্রকাশিতঃ 8:43 am | May 31, 2025

পটুয়াখালী প্রতিবেদক, কালের আলো:

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা কয়েক দিনের ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যমতে, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার ৮টি উপজেলার ১ হাজার ১৭২টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে।

জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ঘরের মধ্যে কলাপাড়া উপজেলায় ৪৬০টি, দুমকি উপজেলায় ৩০০টি, পটুয়াখালী সদরে ২৭০টি, বাউফলে ১০০টি, রাঙ্গাবালীতে ৬০টি, গলাচিপায় ৫২টি, মির্জাগঞ্জে ২০টি এবং দশমিনায় ১৫টি ঘর রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন বলেন, বিভিন্ন উপজেলা থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালের আলো/এমডিএইচ