পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরার সঠিকতা যাচাইয়ে ডিএনসিসির উদ্যোগ

প্রকাশিতঃ 6:22 pm | May 30, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরার সঠিকতা যাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে একটি ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, ডিজিটাল হাজিরা গ্রহণের সফটওয়্যারের কোনো অসংগতি রয়েছে কী-না, কারও কোনো গাফিলতি আছে কী-না, সঠিকভাবে পরিচ্ছন্নতাকর্মীরা হাজিরা প্রদান করছে কিনা সার্বিক বিষয়ে এই কমিটি কাজ করবে। তারা এক মাসের মধ্যে প্রতিবেদন করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এই কমিটিতে ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে (যান্ত্রিক)আহ্বায়ক এবং সহকারী প্রকৌশলীকে (পুর) সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আইসিটি সেলের প্রোগ্রামার এবং সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার।

কালের আলো/এমডিএইচ