সেমিনারের সম্মানী দেড় হাজার টাকা পর্যন্ত বাড়ল
প্রকাশিতঃ 6:47 pm | May 29, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক ও অংশগ্রহণকারী সবার সম্মানী বাড়ানো হয়েছে। এ সম্মানী সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে গত বুধবার অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানী হার পুনঃনির্ধারণ-সংক্রান্ত এ আদেশে বলা হয়, এখন থেকে মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানী হবে সাড়ে চার হাজার টাকা। এতদিন যা ছিল সাড়ে ৩ হাজার টাকা। এছাড়া সেমিনার বা কর্মশালার সঞ্চালকের সম্মানীও এক হাজার টাকা বাড়িয়ে চার হাজার করা হয়েছে।
আদেশে বলা হয়, একটি সেমিনার বা কর্মশালায় সর্বোচ্চ তিনজনকে আলোকের সম্মানী প্রদান করা যাবে। আলোচকের সম্মানী দেড় হাজার টাকা বাড়িয়ে চার হাজার টাকা করা হয়। এছাড়া সেমিনার বা কর্মশালায় সহায়ক তিন কর্মচারীকে দুই হাজার টাকা করে সম্মানী দেওয়া যাবে। আগে যা ছিল দেড় হাজার টাকা। এছাড়াও র্যাপোটিয়ারের সম্মানী ৫০০ টাকা বাড়িয়ে আড়াই হাজারে উন্নীত করা হয়। একটি সেমিনারে সর্বোচ্চ দুইজন এ সম্মানী দেওয়া যাবে। সেমিনারে অংশগ্রহণকারীর সম্মানীও এক হাজার টাকা করে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।
কালের আলো/এসএকে