বিরাট রান করলেই হারবে বেঙ্গালুরু, পরিসংখ্যানের অদ্ভুতুড়ে তথ্য
প্রকাশিতঃ 12:56 pm | May 29, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
২০২৫ আইপিএলে ৬০০ এর বেশি রান করেছেন এখন পর্যন্ত মোটে ৫ জন। তাদেরই একজন বিরাট কোহলি। রান করেছেন ৬০২। আছেন ব্যাটারদের তালিকায় ৫ম স্থানে। কিন্তু নিজ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তার চেয়ে বেশি রান নেই কারোরই।
এমনকি কোহলির পর আরসিবির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তার রান মোটে ৩৩১। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার ২৫ নম্বরে। যার অর্থটা বেশ পরিষ্কার। রানের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত বিরাটের ব্যাটের দিকেই তাকিয়েই থাকছে। আর সেটাই হয়ত কোয়ালিফায়ারে বিপদের কারণ হবে তার দলের জন্য।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ বৃহস্পতিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে বেঙ্গালুরুর জন্য। কিন্তু সেই ম্যাচের আগে কোহলির ব্যাটে রানই যেন তাদের চিন্তার কারণ। আইপিএল প্লে-অফে এর আগে কখনোই ৩০ এর বেশি রান করে দলকে জেতাতে পারেননি কোহলি।
আইপিএল প্লে-অফ পর্বে এখন পর্যন্ত ৫ বার ৩০ এর বেশি রান করেছেন কোহলি। সেই ৫ বারই তার দল হেরে যায়। ২০১১ সালে চেন্নাইয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে কোহলি করেছিলেন ৭০ রান। আর ফাইনালে ছিল ৩৫ রানের ইনিংস। দুইবারই হেরেছিল তার দল।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন ৫৪ রান। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৯ এবং ২০২৪ সালে রাজস্থানের বিপক্ষে খেলেছিলেন ৩৩ রানের ইনিংস। এই তিন ম্যাচেও হার জুটেছিল কোহলির ভাগ্যে। এছাড়া অবশ্য আরও ৫ প্লে-অফে হারতে হয়েছিল কোহলিকে। তবে সেবার তিনি রান করেছেন ১৫ এর কম।
ফর্মের চুড়ায় থাকা কোহলি এই ম্যাচে ঠিক কোথায় গিয়ে থামেন, সেটাই এখন দেখার বিষয়। আর পরিসংখ্যানের ধারা কি ২০২৫ সালেও বজায় থাকে কি না, সেটাও বড় প্রশ্ন।
কালের আলো/এসএকে