বাহরাইনের পর্যটনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিতঃ 12:06 pm | May 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতেমা বিন্ত জাফর আল সাইরাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠক নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, ২২ মে বাংলাদেশর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতেমা বিন্ত জাফর আল সাইরাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে পর্যটন খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তারা পর্যটন প্রচার, সাংস্কৃতিক বিনিময়, এবং পর্যটক-বান্ধব নীতিমালা গ্রহণের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

কালের আলো/এসএকে