সিইসি’র সঙ্গে বৈঠকে এনডিপি
প্রকাশিতঃ 4:04 pm | May 25, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধান নির্বাচন কমিশন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি (এনডিপি)।
রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর ৩টার পর এ বৈঠকটি শুরু হয়।
জানা গেছে, ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি কেএম আবু তাহের’র নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করছেন।
বৈঠকে নির্বাচন ব্যবস্থা, দলটির দলীয় অবস্থাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
কালের আলো/এএএন