স্ত্রীসহ সাবেক বিজিবি মহাপরিচালকের আরও ৮ হিসাব অবরুদ্ধ

প্রকাশিতঃ 6:36 pm | May 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্ত্রী সোমা ইসলামসহ সাবেক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলামের নামে থাকা আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মনিরুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি এখনও অনুসন্ধান চলছে। তবে এসব ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র স্থিতি অবস্থায় থাকা অর্থ হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করার চেষ্টা করছেন তারা। তাই তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, ১৩ মার্চ এই দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এসব হিসাবে তাদের ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা জমা রয়েছে।

কালের আলো/এএএন