মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
প্রকাশিতঃ 7:02 pm | May 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মতিঝিলের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের ভবনের এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার (১৭ মে) এ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, বিকেল ৬টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় সিদ্দিক বাজার থেকে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কালের আলো/এএএন