গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের

প্রকাশিতঃ 6:57 pm | May 17, 2025

লালমনিরহাট প্রতিবেদক, কালের আলো:

লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- দুলালী হাড়িখোওয়া গ্রামের কমলা বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (২৮)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির একটি গরু গোয়ালঘরে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি অটোরিকশায় ধাক্কা খেয়ে প্রথমে বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে জামাল হোসেন এগিয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে মা কমলা বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হন তিনিও। বিষয়টি টের পেয়ে জামালের বোন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার আগেই মারা যান দুজন।

কালের আলো/এসএকে