বিএনপি হচ্ছে মানুষ পোড়ানোর ঠিকানা-তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 6:01 pm | February 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে মানুষ পোড়ানোর ঠিকানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি।
তিনি বলেন, দুর্নীতির কারণে বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের পদ বাতিল না করে প্রমাণ করেছে তারা অপরাধীদের হালাল করার রাজনীতি করে। এজন্যে বিএনপি হচ্ছে মানুষ পোড়ানোর ঠিকানা।

বিএনপি’র জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্নসাতের অভিযোগে এখন জেলহাজতে। তিনি একজন চিহ্নিত অপরাধী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপরাধী অংশ নিতে পারবে না। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সবসময় খোলা।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিজ জেলা কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে টি-টুয়েন্টি ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের অপরাধী যদি কারাগারে যায়, তা হলে সেই দল গণতন্ত্রের জন্য নিষিদ্ধ নয়। তবে বিএনপি যদি আইনের প্রতি বিশ্বাস করতো তাহলে তারা খালেদা জিয়া ও তারেক রহমানের দলীয় পদ বাতিল করতো।

তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধী, কুচক্রি, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়। গণতন্ত্র ভালো মানুষদের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত।’

স্থানীয় চলন্তিকা যুব উন্নয়ন সংস্থা আয়োজিত ও আরকে কনস্ট্রাকশনের মালিক আনোয়ারুল কবির টুটুলের সার্বিক সহযোগিতায় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী প্রমুখ।

কালের আলো/এমএম