বেইলি রোডের সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ছাদ থেকে উদ্ধার ১৮ জন

প্রকাশিতঃ 8:57 pm | May 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের নিচতলায় বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৫ মে) রাত ৭টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৯টি ইউনিটের চেষ্টায় ক্যাপিটাল সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির বেজমেন্টে আগুন লেগেছিল। তবে আগুন কীভাবে লাগে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কালের আলো/এএএন