জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

প্রকাশিতঃ 5:59 pm | May 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন।

রবিবার (৪ মে) বেলা ৩টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কালের আলো/এমডিএইচ