দেশ ও জাতি গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য : স্থানীয় সরকার সচিব
প্রকাশিতঃ 10:20 pm | May 02, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
দেশ ও জাতি গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে যতবেশি সম্পৃক্ত রাখা যাবে, তারা তত বেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনা ও মননে আরো বেশি পরিপক্ক ও উন্নত হবে।
শারীরিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শারীরিক শিক্ষা আমাদের ব্যক্তির সার্বিক বিকাশ সম্পর্কে জ্ঞান দান করে। একদিকে যেমন শারীরিকভাবে সুস্থতার শিক্ষা দেয়, অন্যদিকে মানসিক সুস্থতা এবং সামাজিক সুস্থতার শিক্ষা দিয়ে থাকে শারীরিক শিক্ষা। এছাড়া একজন সুনাগরিক হিসেবে দক্ষ নেতৃত্ব লাভের ক্ষেত্রে শারীরিক শিক্ষার কোন বিকল্প নেই।’
শুক্রবার (২ মে) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছায় শারীরিক শিক্ষা কলেজে দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর বার্ষিক এই প্রতিযোগিতার আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী আশা প্রকাশ করে বলেন, এমন আয়োজনের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে অনেক প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ, যারা আগামীতে দেশের ক্রীড়াঙ্গনকে আরও উন্নত ও সমৃদ্ধ করবে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরসহ এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোস্তফা জামান, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, যুব উন্নয়নের উপপরিচালক মো. হারুনুর রশিদ ও জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন। দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের ১৮টি ইভেন্টে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার (০২ মে) সকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এলজিইডি ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেন। এতে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ মিয়াসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএসএএকে/এমকে