ক্রাইস্টচার্চের হামলাকারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রকাশিতঃ 10:33 am | April 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালানো ব্রেন্টন ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। গত মাসে দুই মসজিদে হামলার ঘটনায় ৫০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

নিউজিল্যান্ডের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার বলেন, বিশেষজ্ঞরা তার স্বাস্থ্য যাচাই করে দেখবেন যে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা যাবে কিনা বা তার মানসিক অবস্থা স্থিতিশীল আছে কিনা।

ইতোমধ্যেই এই শ্বেতাঙ্গ ডান-পন্থি উগ্রবাদী হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে খুন এবং আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতের বিচারে তাকে যুক্ত করা হয়। সে সময় আদালতে উপস্থিত ছিলেন ক্রাইস্টচার্চের হতাহতদের স্বজনরা।

নিউজিল্যান্ডে এমন ভয়াবহ হামলার ঘটনা আর ঘটেনি। ওই হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email