হিযবুত তাহরীরের ১৭ সদস্য ৫ দিনের রিমান্ডে

প্রকাশিতঃ 9:34 pm | March 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পল্টনে ‘মার্চ ফর খেলাফতের’ মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আব্দুল্লাহ, তরিকুল ইসলাম, আহমেদ নাফিস মোর্শেদ, শাহাদাত হোসেন, তানভির মাহতাব রাফাত, আবু শোহাইব, আশফাক আহম্মেদ, সাব্বির হোসাইন, রিফাত ইসলাম রিশাদ, আল রাফি সাজ্জাদ, রেদোয়ান বিন শহিদুল, মিয়াজী আব্দুল্লাহ আল মুত্তাকী, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, আসাদুজ্জামান নূর, তানিম সিকদার সিহাব, আহমেদ নাসিফ কবির কাব্য।

এদিন তাদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর ইসলাম।

আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।

সিএমএম আদালতে পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৭ মার্চ দুপুর ২টার দিকে ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি উপলক্ষে হিযবুত তাহরীর, উলাইয়াহ বাংলাদেশ ব্যানারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিশাল মিছিল বের করে।

মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর যাওয়া পথে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পল্টন থানায় এসআই রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

কালের আলো/এমডিএইচ