মোহাম্মদপুরে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
প্রকাশিতঃ 2:13 am | March 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়িটির পাশে ‘শস্য প্রবর্তনা’ নামের একটি দোকানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট।
পুলিশ জানিয়েছে, এগুলো সুতা দিয়ে পেচানো দশ ইঞ্চি লম্বা বস্তু। যাতে পেট্রোল ছিল। আগুনের সংস্পর্শ পেলে এগুলো জ্বলে উঠত।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের ‘প্রবর্তনা’র উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।
পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র্যাবের সদস্যরা। ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিক্সাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।
কালের আলো/এসএকে