মহৎ কাজের জন্য কড়া নাড়িয়ে বিব্রত করবেন না
প্রকাশিতঃ 3:32 pm | February 18, 2018
ইফতেখায়রুল ইসলাম:
নিতান্তই মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষ যখন ব্লাড পাবার জন্য জোর অনুরোধ করেন, আমি সেটা পোস্ট করে দেই এবং ব্লাড রিসিভার এর পরিবারের সদস্যদের জানিয়ে দেই, দয়া করে আমাকে আপডেট জানাবেন!!
ব্লাড পাবার প্রত্যাশায় মরিয়া সেই মানুষগুলো বলেও উঠেন ভাই অবশ্যই জানাবো, প্লিজ ম্যানেজ করেন!
প্রায়শই ব্লাড ম্যানেজ হয়ে যায়, কিন্তু সেই মরিয়া ভাইয়া ও আপুদের আর ভদ্রতার লেশটুকু দেখা যায় না। আমার যে ভাই, বোন, বন্ধুরা শুধু পোস্টের উপর ভিত্তি করে ব্লাড দিয়ে আসে, আমি গ্রহীতার পরিবারের সেই দায়িত্বহীন আচরণটুকুর জন্য আমার কাছের মানুষগুলোর প্রতি একটু কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারিনা। একটি বারের জন্য বলতে পারিনা ধন্যবাদ।
দুঃখজনক হলেও সত্যি, তাদেরকে যখন বলা হয় ব্লাড ম্যানেজ হয়েছে? তারা বলে উঠেন ওহ হ্যা… সরি ভাইয়া আমি আপনাকে আপডেট জানাতে ভুলে গেছি। পরে অবশ্যই জানাতাম…যাদেরকে কয়েকবার খুঁচিয়ে জানতে হয় ব্লাড ম্যানেজের কথা, সেই সব উত্তম বৈশিষ্ট্যসমৃদ্ধ মানুষ আমাকে এই মহৎ কাজের জন্য কড়া নাড়িয়ে বিব্রত করবেন না!
আপনার ভাই লজ্জ্বা কম থাকতে পারে কিন্তু আমি বিব্রত হই। আমাকে দয়া করে বিব্রত করবেন না!
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)