এটা ‘মিস বিপ্লবী ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা না

প্রকাশিতঃ 2:10 pm | October 05, 2017

যে কোনো প্রতিযোগিতার নিয়ম মেনেই সেটায় অংশ নিতে হয়। নিয়মে বলা আছে কখনো বিয়ে হয়েছে, সন্তান জন্ম দিয়েছে বা গর্ভপাত করানো হয়েছে এমন কোনো মেয়ে মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

এই নিয়ম ও প্রতিযোগিতা দুই বিষয়েই অনেক আপত্তি থাকতে পারে। কিন্তু যতক্ষণ নিয়ম আছে, সেটা মেনেই প্রতিযোগিতা করতে হবে। তার মধ্যে বিচারকরাও বলেছেন এই মেয়েকে তারা বিজয়ী করেন নাই। তার মানে দুবার নিয়ম এর বিপরীতে গিয়ে এই প্রতিযোগী বিজয়ী হয়েছে।

এর মধ্যে নারীবাদ নিয়ে আসলে, জালিয়াতিকে সমর্থন করে নারীবাদের ক্ষতি করা হয়। মনে রাখা দরকার, এটা ‘মিস বিপ্লবী ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা না, এটা এরিক মোরলে পরিবারের মালিকানায় পুরুষতান্ত্রিক দৃষ্টিতে নারীকে দেখবার প্রতিযোগিতা।

(অভিনেতার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email