খালেদা জিয়াকে স্থানান্তরের আপাতত কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 9:10 pm | February 14, 2018

কালের আলো রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দীন রোডের কারাগার থেকে স্থানান্তরের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে সেটি ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার। কারাগারের নতুন ভবনের ডে কেয়ার সেন্টারে তাকে রাখা হয়েছে। সেখানকার পরিবেশ অনিরাপদ, অস্বাস্থ্যকর কিংবা ঝুঁকিপূর্ণ নয়। জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।”

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

এরপর তাকে নাজিমউদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

Print Friendly, PDF & Email