বাড়ির উঠোনে পরী দেখতে ভিড়
প্রকাশিতঃ 8:16 pm | November 26, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
‘রঙিলা কিতাব’ দিয়ে সমস্ত প্রশংসা নিজের করে নিয়েছেন পরীমণি। এবার বরিশালে হলেন ভালোবাসায় সিক্ত। তবে ভালোবাসার প্রতিদানে ভালোবাসা দেওয়ার কথা থাকলেও নায়িকা দিলেন নালিশ জানানোর হুমকি!
ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কোমলমতি শিক্ষার্থীদের এভাবেই ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল আছেন পরীমণি। সেখানেই ঘটেছে ঘটনাটি। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী।
সেখানে দেখা গেছে, পরীকে দেখতে বাড়ির উঠোনে ভিড় জমিয়েছেন অনেকে। পাশের স্কুলের একঝাঁক শিক্ষার্থীও রয়েছে সেখানে। পরীকে কাছে পেতেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তারা। ইউনিফর্ম পরা একঝাঁক বালিকার এই ভালোবাসায় আপ্লুত পরীমণি।
ভিডিওতে শোনা যায় সকলের উদ্দেশে পরীমণি বলছেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।’ ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’
ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্যে সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’
মুক্তির অপেক্ষায় আছে পরীমণির ‘ডোডোর গল্প’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। এর পরিচালক রেজা ঘটক। এছাড়া অভিনেত্রীর টলিউড সিনেমা ‘ফেলুবক্সী’। এতে তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী।
কালের আলো/ডিএইচ/কেএ