পার্থে দুই সেশনেই অলআউট ভারত, হ্যাজলউডের ৪ উইকেট
প্রকাশিতঃ 1:46 pm | November 22, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া-ভারত। পার্থে অজিদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক জশপ্রীত বুমরা। তবে অপ্টাস স্টেডিয়ামে স্বাগতিক পেসারদের তোপে সুবিধা করে ওঠতে পারেননি সফরকারী ব্যাটাররা। যশ্বসী জয়সোয়ালকে সাজঘরের পথ দেখিয়ে উইকেট নেয়া শুরু করেন কিচেল স্টার্ক, এরপর তোপ দেগেছেন জশ হ্যাজলউড, তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন স্টার্ক, মিএল মার্শ ও প্যাট কামিন্স। আর তাতে দুই সেশনও টিকেনি ভারতের প্রথম ইনিংস, অল আউট হয়েছে ৪৯.৪ ওভারে ১৫০ রানে।
৫ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে হারলেও প্রথম দিনটা এখনো পর্যন্ত বেশ ভালোই কাটিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরু থেকেই তোপ দেগেছেন অজি পেসাররা। সফলতাও মিলে দিনের তৃতীয় ওভারেই। মিচেল স্টার্কের করা ওভারের প্রথম বলেই ন্যাথান ম্যাকসুইনির মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন যশ্বসী জয়সোয়াল। ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ভারতের তরুণ এই ওপেনার।
দলীয় ৫ রানে এক ওপেনারকে হারানো ভারত বিপাকে পড়ে অভিষিক্ত দেবদূত পাডিক্কল আউট হলে। হ্যাজলউডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি গ্লাভসে ধরা পড়েন পাডিক্কল। অভিষিক্ত এই ব্যাটার ২৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
দুই ব্যাটার ০ রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। তিনি সাদা পোশাকে সাম্প্রতিক সময়ে নিজের সেরা ছন্দে নেই। সেই ধারা থেকে বের হতে পারেননি তিনি। হ্যাজলউডের বলে আউট হয়েছেন, ১২ বল খেলে করেছেন ৫ রান। এদিকে সকাল থেকেই সবথেকে ভালো খেলছিলেন রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনার হিসেবে খেলা রাহুল। তবে তিনিও ফিরেছেন স্টার্কের বলে।
যদিও রাহুলের আউট নিয়ে কিছুটা বিতর্ক আছে। স্টার্কের বলে উইকেটর্খকের হাতে ক্যাচ হয়ে আউট হন তিনি। অনফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি। তবে অজিরা রিভিউ নিলে বদলে যায় সিদ্ধান্ত। রাহুল ৭৪ বলে ২৬ রান করে আউট হলে ভারত মধ্যাহবিরতিতে যায় ৪ উইকেটে ৫১ রান নিয়ে।
বিরতি থেকে ফেরার পর আরও দুই উইকেঠারায় স্বাগতিকরা। ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দরও দলের হাল ধরতে পারেননি। এ দুজনকেই ফেরান মার্শ। ফলে ৭৩ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরপর দলের হাল ধরেছিলেন রিশব পন্ত ও নিতিশ কুমার রেড্ডি। দুজন মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে দলীয় ১২১ রানে পন্ত কামিন্সের বলে স্লিপে স্টিভ স্মিথের মুঠোবন্দী হলে ৪৮ রানেই থামে এ জুটি। কামিন্স ক্যাচ মিস করায় একবার জীবন পেয়েছিলেন পন্ত, পরে কামিন্সেরই বলে তিনি আউট হন, সাজঘরে ফেরার আগে করেন ৭৮ বলে ৩৭ রান।
পন্ত ফেরার পর স্কোরবোর্ডে আর ২৯ রান যোগ হতেই অল আউট হয় ভারত। টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন অভিষিক্ত নীতিশ, তবে দলীয় ১৫০ রানে আউট হন তিনি। কামিন্সের করা ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ তুলে দিয়েছিলেন, তবে উসমান খাজা সে ক্যাচ তালুবন্দী করতে পারেননি। পরের বলেই একটি চার মারলেও এরপর আর ইনিংস বড় করতে পারেননি নিতীশ, সেই ওভারেরই চতুর্থ বলে খাজার হাতের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসও নীতিশেরই, সাজঘরে ফেরার আগে করেছেন ৪১ রান।
কালের আলো/ডিএইচ/কেএ