সেনাবাহিনীর ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ অক্ষুণ্ন, সৃষ্টিশীল প্রতিভাকে বিকশিত করতে জোর সিজিএস’র 

প্রকাশিতঃ 9:34 pm | November 14, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৪৫টি ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজও দেশের সাধারণ মানুষের কাছে এক দুর্নিবার আকর্ষণ তৈরি করেছে। শিক্ষাবান্ধব এমন পরিবেশ অক্ষুণ্ন রেখে নিজেদের লক্ষ্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে শুরু করে অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৪৫টি ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব বিষয়ে আলোকপাত করেন। সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এদিন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ৪৫টি ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভায় প্রথমবারের মতো যোগ দেন। আগের দিন বুধবার (১৩ নভেম্বর) তিনি একইভাবে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদেও ৫৮তম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যোগদানের উদ্দেশ্যে প্রেষণা প্রদান অব্যাহত রাখতে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এজন্য অধ্যয়নরতদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করতে উদ্বুদ্ধ করতেও সুপরামর্শ দিয়েছেন।

সমন্বয় সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেনাবাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ মো. মহিউদ্দিন। সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন স্কুল ও কলেজের অধ্যক্ষরাসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কালের আলো/এমএএএমকে