সাবেক সংসদ সদস্য তাহজীম আলম সিদ্দিকী গ্রেপ্তার

প্রকাশিতঃ 9:18 am | November 08, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীম আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল আমিন।

তিনি জানান, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাহজীম আলম সিদ্দিকী ৩ নম্বর এজাহার নামীয় আসামি। একই থানায় গত ২৮ আগস্ট হওয়া আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি ২ নম্বর আসামি এবং গত ২৭ আগস্ট ওই থানায় হওয়া আরেকটি হত্যা মামলায় তিনি ৫ নম্বর আসামি।

কালের আলো/ডিএইচ/কেএ