সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়: সৈয়দা রিজওয়ানা হাসান
প্রকাশিতঃ 5:53 pm | November 04, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সম্প্রতি শিল্পকলা একাডেমিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন। সরকার এমন কাজ সমর্থন করে না।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজনৈতিক ইস্যুগুলোর বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনকে প্রাধান্য দেবে এটা স্বাভাবিক, নির্বাচনের আগে কোথায় সংস্কার করে যাওয়া সম্ভব, তা চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।
তিনি রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেওয়ার অধিকার আছে। তারা নির্বাচন চাচ্ছে, এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।
অন্যান্য বছর নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকরা যাওয়া শুরু করে। এবার কড়াকড়ি করার কারণে জমে উঠছে না সেন্টমার্টিনের পর্যটন ব্যবসা। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে নানা রকম তথ্য, অপতথ্য ঘুরপাক খাচ্ছে। ফলে সেন্টমার্টিন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি সরকারের তরফ থেকেও পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না।
পরিবেশ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেন্টমার্টিনের ৪১ ভাগ প্রবাল ক্ষয় হয়ে গেছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্য বেশ কিছু জার্নালে বলা হচ্ছে— এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে কোরাল সব ক্ষয় হয়ে সেন্টমার্টিন ডুবে যাবে। তখন পরবর্তী প্রজন্ম সেন্টমার্টিন তো দেখতেই পাবে না। বিশ্বের অনেক দেশ এমন কোরাল দ্বীপের পরিবেশ ফিরিয়ে আনতে কয়েকমাস পর্যটন ব্যবসা বন্ধ রাখে। আমরা তো বন্ধ করছি না। আমরা একটা মাঝামাঝি অবস্থায় গিয়েছি। কারণ সেন্টামার্টিনের মানুষদের সেখানে ব্যবসা করে খেতে হয়। তাই নভেম্বর মাসে পর্যটকরা দিনে দিনে গিয়ে চলে আসবে। ডিসেম্বর ও জানুয়ারি মাস রাতে থাকতে পারবেন। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ