পরীমণির বয়স কত?
প্রকাশিতঃ 3:21 pm | October 24, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
বয়সের ব্যাপারে অভিনেত্রীরা বরাবরই আপোষহীন। অনেক গোপন কথা প্রকাশ করলেও বয়স প্রকাশ করতে নারাজ তারা। এদিকে ভক্তদেরও কৌতূহলের শেষ নেই প্রিয় নায়িকার বয়স সম্পর্কে। পরীমণির ক্ষেত্রেও তাই।
আজ ২৪ অক্টোবর জন্মদিন পরীমণির। এদিন জীবনের ৩২টি বসন্ত পূর্ণ হল তার। ৩৩-এ পা ছোঁয়ালেন তিনি। এবার বেশ সাদামাটা জন্মদিন পালন করেছেন নায়িকা। কাছের মানুষ ও দুই সন্তানকে নিয়ে কেটেছেন কেক।
জন্মদিনের প্রথম প্রহরে লাইভে এসে পরীমণি বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মত সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’
আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে পরীমণি ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে আছেন মোস্তাফিজুর নুর ইমরান। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।
কালের আলো/ডিএইচ/কেএ