নতুন সম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার
প্রকাশিতঃ 6:19 pm | October 11, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে।
এদিকে ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি। তবে এই দুর্গাপূজায় পুনরায় সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী।
সপ্তমীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন নায়িকা। যে ছবিতে দেখা যাচ্ছে চারিদিক আলো-আঁধারি। হাতে হাত ধরে বসে আছেন দু’জনে।
মধুমিতা পোস্ট করে লিখেছেন, ’নতুন গল্পের শুরু।’ ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’
তবে কি খুব শিগগিরি চার হাত এক হবে তাদের এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ মধুমিতার প্রেমিক এই ইন্ডাস্ট্রির নয়। সম্পূর্ণ অন্য পেশার মানুষ। মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী।
কালের আলো/ডিএইচ/কেএ