‘আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে’
প্রকাশিতঃ 9:07 pm | October 07, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
সোশ্যাল ইনফ্লুয়েনসার ও ব্যবসায়ী রুবিয়াত ফাতিমা তনি। দেশের শোবিজ অঙ্গনে তার আনাগোনা থাকলেও বিশিষ্ট পোশাক বিক্রেতা হিসেবেই নেটিজেনরা চেনেন তাকে। নিত্য-নতুন পোশাক পরিধান করে বিভিন্ন স্টাইলে ধরা দেন এই ইনফ্লুয়েনসার। ফলে পরিচিতি পাওয়ার পাশাপাশি অনুরাগীও পেয়েছেন বেশ।
সামাজিক মাধ্যমে বেশ ঠোঁট কাটা স্বভাবের রুবিয়াত ফাতিমা তনি। তবে ফেসবুকে অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই। কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।
তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানালেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি। দু-দিন আগে তনি লিখেছিলেন, ‘(আমার স্বামীর আপডেট) এখনও তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খোলে নি। লাইফ সাপোর্টে আছে, ডাক্তাররা চেষ্টা করছেন।’
তনি এও লিখেছিলেন, ‘একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। আমি কথা বলার মত মানসিক অবস্থাতে নেই। আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’
এরপর, আরও এক আপডেট জানালেন তনি। জানা গেল, অবশেষে দেশের বাইরেই চিকিৎসার জন্য নেওয়া হল তার স্বামীকে। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে তনি লেখেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনো ভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’
রুবিয়াত ফাতিমা তনির এমন খারাপ সময়ে অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছে দেশের শোবিজ অঙ্গন। প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এছাড়াও পরিচালক চয়নিকা চৌধুরী, উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার জয়, অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করেন।
কালের আলো/ডিএইচ/কেএ