গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ: পরিবেশ উপদেষ্টা
প্রকাশিতঃ 8:16 pm | September 18, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে। সবাই মিলে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। একসঙ্গে কাজ করলে বন ও পরিবেশ ফিরিয়ে আনতে পারবো।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বন অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ জরুরি। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন করতে হবে। গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার। বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে।’
অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা।
এর আগে, সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) পরিদর্শন করেন। তিনি এ সময় কর্মকর্তাদের বনসম্পদ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কালের আলো/এমএএইচ/ইউএইচ