বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান ট্রাস্ট ব্যাংকের
প্রকাশিতঃ 8:47 pm | August 27, 2024
কালের আলো ডেস্ক:
দেশে সর্বগ্রাসী বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যার্ত মানুষের মানবিক সহায়তার জন্য ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। এটি তাদের একদিনের বেতনের সমপরিমাণ।
মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া এই অর্থ বন্যার্তদের বিভিন্ন অত্যাবশকীয় চাহিদা পূরণে ব্যবহৃত হবে বলেও জানানো হয়েছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ