বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিলেন বিমানবাহিনী সদস্যরা

প্রকাশিতঃ 7:04 pm | August 24, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বন্যার্তদের সহায়তায় বিমানবাহিনীর সব পদবীর সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ ছাড়া নৌবাহিনীর সদস্যদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলেও গতকাল শুক্রবার আইএসপিআর জানিয়েছে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যদেরও এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেয়া হয়। দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

কালের আলো/ডিএইচ/কেএ