বন্যার পানি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে: দুর্যোগ উপদেষ্টা

প্রকাশিতঃ 6:21 pm | August 22, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সারা দেশের বন্যায় যত দ্রুত সম্ভব মানুষের জীবন রক্ষা করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, মানুষের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বলেন, দেশে আকস্মিক বন্যা পরিস্থিতি চলছে। বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। মানুষের সঙ্গে যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভারতের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, এই বন্যা আকস্মিকভাবেই হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করছি। ভারত বাঁধ খুলে দিয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

আগে থেকে এই বন্যার পূর্বাভাস ছিল না উল্লেখ করে তিনি বলেন, উজান থেকে হঠাৎ করেই পানির ঢল নামে। তবে ভারত পানি ছেড়েছে বলে যা শোনা যাচ্ছে, সেটার তথ্য আমাদের কাছে নেই। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

কালের আলো/এমএএইচ/ইউএইচ

Print Friendly, PDF & Email