পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের: আমীর খসরু

প্রকাশিতঃ 6:15 pm | August 22, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “সুইস রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তারা নতুন প্রেক্ষাপট ও রোডম্যাপে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে জানতে চেয়েছেন। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছেন।”

ভবিষ্যৎ নিয়ে বিএনপির চিন্তাভাবনা কী সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আমীর খসরু বলেন, “বাংলাদেশের সব প্রতিষ্ঠান কাঠামো ভেঙে পড়েছে, এ বিষয়ে আমরা কী করতে পারি, তারা কী করতে পারে তা নিয়ে মতবিনিময় হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ট্র্যাকে এনে কীভাবে কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।”

পাচার হওয়া টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, “সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছেন, সরকার আগের অবস্থানেই আছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশি রাষ্ট্রদূতরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়ে আলোচনা করেন। জানতে চান। আমরা আগেও বলেছি বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ। একটি সময় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। বর্তমান সরকার একটি যৌক্তিক সময়ের মধ্যে তা করবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কারো সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছি।”

এর আগে বেলা ১১টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএইচ/ইউএইচ