পদত্যাগের পর কোরআন তেলাওয়াত শুনলেন সেই ডিন, করলেন মোনাজাত
প্রকাশিতঃ 6:03 pm | August 19, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আব্দুল বাছির। গত রমজানে শিক্ষার্থীদের একটি কোরআন তেলাওয়াত আয়োজনে বাধা দেওয়ায় এবার শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে তাকে নিজ আসনে বসিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে শোনালেন। পরে তারা সেই শিক্ষকের হেদায়েত কামনায় সম্মিলিতভাবে দোয়া করলেন। সেই দোয়ায় শরিক হলেন ড. আব্দুল বাছির নিজেও।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক আব্দুল বাছির।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমর্থন, নীল দলের প্রভাবশালী শিক্ষক হওয়া, সিনেটে নবাব সলিমুল্লাহর জমিদান বিষয়ে বিরোধিতা এবং গত রমজানে বটতলায় শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে বাধা দেওয়ায় তার প্রতি ক্ষোভ ছিল শিক্ষার্থীদের। এরই ধারাবাহিকতায় আজ পদত্যাগ করেছেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করার সময় অধ্যাপক আব্দুল বাছির জানান, আজ তিনি নিজ থেকেই পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। তিনি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাননি। কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে বাধা দিতে তাকে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা থেকে চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন এই শিক্ষক।
এ সময় শিক্ষার্থীর কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদ হিসেবে অধ্যাপক আব্দুল বাছিরের রুমে কোরআন তেলাওয়াত করেন। পরে তারা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেন। সেই দোয়ায় আব্দুল বাছিরকেও অংশ নিতে দেখা গেছে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল। এরপর একের পর এক দাবি আসে নীল দলের শিক্ষকদের পদত্যাগের। ব্যবস্থাপনা, আরবি, ইসলামিক স্টাডিজ, সমাজ বিজ্ঞানে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলন এখনো চলমান।
কালের আলো/ডিএইচ/কেএ