চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ নৌবাহিনী টহল টিমের হাতে এক ব্যক্তি আটক

প্রকাশিতঃ 11:13 pm | August 09, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বন্দর নগরী চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সহায়তায় নৌবাহিনী টহল টিমের হাতে এক ব্যক্তি আটক হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) চট্টগ্রাম সিটি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

নৌবাহিনীর মিডিয়া উইং সূত্র জানায়, এদিন সন্ধ্যায় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি টহল চট্টগ্রাম সিটি গেট এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এমন সময় লাগেজসহ এক ব্যক্তির অস্বাভাবিক চলাফেরায় সন্দেহ হলে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সহায়তায় উদ্ধারকৃত লাগেজটিতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

একই সূত্র জানায়, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নৌবাহিনী টহল টিম আকবর শাহ থানায় ওই আসামিকে সোপর্দ করে। ১০ কেজি গাঁজা থানায় দায়িত্বরত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালের আলো/এমকে/আরআই