আ’লীগ নেতা-কর্মীদের সতর্ক করলেন ড.আব্দুর রাজ্জাক
প্রকাশিতঃ 9:49 pm | February 11, 2018
পলিটিক্যাল করেসপন্ডেন্ট, কালের আলো :
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কোন্দল-কলহ ও ষড়যন্ত্রে লিপ্ত হলে বিলীন হয়ে যাবেন। অতীতে যারা এসব করেছে তারা রাজনীতিতে বিলীন হয়ে গেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতা-কর্মীদের এভাবেই সতর্ক করেন দলটির প্রভাবশালী এ নেতা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মূল ভিত্তি হলো নিবেদিত কর্মীরা। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার কোন্দল-কলহে জড়ানো যাবে না। সব ভেদাভেদ ভুলে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতেও আহবান জানান তিনি।
বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেন, আওয়ামী লীগের ঐক্য আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে পারে। অনৈক্যের কারণে আওয়ামীলীগ ক্ষমতায় না আসতে পারলে কেউই রেহাই পাবেন না। তিনি নেতাকর্মীদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রেখে নৌকর পক্ষে কাজ করার আহবান জানান।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডকোট মেজবাহ উদ্দিন সিরাজ, মফিদুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, অ্যাডভোকেট মোছলেম উদ্দিন এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, ডা: এম. আমান উল্লাহ এমপি, শরীফ আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, ফাতেমা জহুরা রানী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মোহিত-উর রহমান শান্ত, কে.এম খালিদ বাবু, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অ্যাডভোকেট নূরুজ্জামান খোকন, শাহ শওকত ওসমান লিটন, মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ।
এ কর্মী সভাকে ঘিরে দীর্ঘদিন পর চাঙ্গা হয়ে উঠেছে আ’লীগের নেতা-কর্মীরা। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শোডাউন নিয়ে সমাবেশে যোগ দেন দলীয় সংসদ সদস্যরা।
কালের আলো/এমএ