বাংলাদেশের জনগণ বিএনপির কোনো কর্মসূচির সায় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 5:25 pm | February 10, 2018
স্টাফ করেসপন্ডেন্ট:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি দল। বাংলাদেশের জনগণ বিএনপির কোনো কর্মসূচির সায় দেয় না।’
বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, ‘বিএনপি বহুদিন ধরে এই ধরনের কর্মসূচি পালন করছে। কিন্তু জনগণ তাদের সাথে না থাকায় তারা সফল হচ্ছে না।’
রাজধানীর ধানমণ্ডি ৩২-এ শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরের উত্তরের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি যারা বিকৃত করেছে তারা সভ্য মানুষ নয়। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত নেক্কারজনক ঘটনা। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের সম্মুখীন হতে হবে বলে।’
বিক্ষোভ সমাবেশে বঙ্গবন্ধুর ছবি অবমাননা ও ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের হুকুমে যুক্তরাজ্য বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর ছবি অবমাননা ও বাংলাদেশী দূতাবাস ভাংচুর করা হয়েছে। এ সময় তারেক রহমানকে ‘সন্ত্রাসের গডফাদার’ ও ‘দেশদ্রোহী’ উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ।
কালের আলো/কেএম