বাংলাদেশ ও ভারতের মধ্যে চার সমঝোতা স্মারক সই

প্রকাশিতঃ 7:10 pm | February 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশের এক হাজার ৮০০ সিভিল সার্ভিসের মধ্যম লেভেলের কর্মকর্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চার সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিল্লিতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে এ সমঝোতা সই হয়।ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।এদিন সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে জেসিসি বৈঠকে যোগ দেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে দু’দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়।

এ চারটি সমঝোতা স্মারক হলো-এক. বাংলাদেশের এক হাজার ৮০০ সিভিল সার্ভিসের মধ্যম লেভেলের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা স্মারক। দুই. ভারতের আইয়ুশ ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মেডিসিনাল প্লান্ট স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক। তিন. বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। চার. মোংলায় ভারতের অর্থনৈতিক জোনে বিনিয়োগ সহায়তার লক্ষ্যে হিরোনদানি গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই।

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইটার বার্তায় বলেন, এটি হচ্ছে আস্থা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সময়োত্তীর্ণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের এই দৃঢ় বন্ধনের সৃষ্টি হয়েছে।

এর আগে এক টুইটে রবীশ কুমার বলেন, এই পঞ্চম বৈঠকে সুষমা স্বরাজ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন নেতৃত্ব দেবেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেন, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, পানি, বিদ্যুৎ, জ্বালানি, প্রতিনিধিত্ব এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে এরই মধ্যে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, জেসিসি বৈঠকে যোগ দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দিল্লি সফরকালে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে শনিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

কালের আলো/এএ/এমএইচএ