গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৬০০ যাত্রী
প্রকাশিতঃ 4:59 pm | April 07, 2024
ভোলা প্রতিবেদক, কালের আলো:
ভোলা-ঢাকা রুটে চলাচলকারী গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়ায় যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা লঞ্চটিকে তীরে ফেরানোর অনুরোধ করেন। তবে কর্তৃপক্ষ সেটি না করে ঝুঁকি নিয়ে ভোলায় ফিরে আসেন।
রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ৬০০ যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে গ্রীন লাইন।
বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে এসে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়। তবে বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে লঞ্চের ব্যবস্থাপক অলিল্লাহ দাবি করেন, সাইলেন্সার গরম হয়ে ধোঁয়া বের হয়েছে আগুন লাগার ঘটনা ঘটেনি।
এদিকে খবর পেয়ে ভোলার জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রীন লাইন কর্তৃপক্ষকে সর্তক করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
অল্পের জন্য ঈদে ঘরে ফেরা ৬০০ যাত্রী প্রাণে রক্ষা পেলেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালের আলো/এমএইচ/এসবি