নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ 8:54 pm | March 23, 2024

ইউনিভার্সিটি প্রতিবেদক, কালের আলো:

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) বাংলা বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষকসহ প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পবিত্র রমজান মাসের গুরুত্ব আলোচনাসহ দোয়ার আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর নজরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রকিবুল হাসান, বাংলা বিভাগের শিক্ষক আবদুর রহিম, জান্নাতুল যূথী, শিরিনা খাতুন, সাজিয়া শারমিন, ড. তপন বাগচী, ড. শাফিক আফতাব, ইসরাফিল হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অ্যালামনাই সদস্য, কণ্ঠশিল্পী সাবরিনা মানাল, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও শিক্ষক আফসার আহমদ, কবি-গবেষক-কথাশিল্পী-ঢাকা বিজনেসের বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হকসহ বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

কালের আলো/এমএএইচ/এসবি