মাঠে নেমেই ৫ উইকেট নিলেন মাশরাফি

প্রকাশিতঃ 12:07 pm | March 21, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আগের দিনই প্রকাশিত হয়েছিল, নেতৃত্বশূন্যতার কারণে বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নামতে পারেন মাশরাফি বিন মর্তুজা।

আজ বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে মাশরাফি শুধু খেলতেই নামেননি, বল হাতে রীতিমতো নিজেকে বিধ্বংসী রূপে উপস্থাপন করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।

টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাট করতে পাঠান মাশরাফি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাশরাফি নিজেকে বোলিংয়ে আনেন ৫ নম্বর বোলার হিসেবে। এসেই তাণ্ডবলীলা চালালেন গাজী গ্রুপের ওপর। ৮ ওভার বল করে একাই নিয়ে নিলেন ৫ উইকেট। রান দিয়েছেন কেবল ১৯টি।

স্পিনারদের মতো ছোট্ট রানআপে বল করেন অধিনায়ক মাশরাফি। এখনো এই বয়সে বল হাতে কতটা বিধ্বংসী টাইগারদের সাবেক অধিনায়ক, তা আবারও প্রমাণ করলেন।

কালের আলো/এমএইচ/এসবি