চকবাজারে জুতার কারখানায় আগুন
প্রকাশিতঃ 2:08 pm | March 11, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সোমবার (১১ মার্চ) দুপুর একটায় আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমরা লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
কালের আলো/এমএইচ/এসবি