ময়মনসিংহে ১০ দোকানে রহস্যজনক ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিতঃ 9:53 am | February 08, 2018

সিনিয়র রিপোর্টার, কালের আলো:

ময়মনসিংহ নগরীর জিলা স্কুল মোড়ের তুলা, ওষুধ, মনিহারীসহ ১০ টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুর রহমান। তবে কীভাবে আগুনের সূত্রপাত কিংবা এটি পরিকল্পিত কোন নাশকতা কীনা এ বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য দিতে পারেননি এ কর্মকর্তা।

স্থানীয়দের বরাত দিয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুর রহমান জানান, রাত ৩ টা থেকে সাড়ে ৩ টার দিকে কমপক্ষে ১০ টি দোকানে আগুন লাগে। স্থানীয়রা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমাদের খবর দেয়। আমাদের ৪ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এ অগ্নিকান্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে।

তবে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে।

Print Friendly, PDF & Email